স্টাফ রিপোর্টার যশোর: যশোরে সাধারণ জনগণের জন্য পুলিশের সেবা আরও সহজলভ্য করতে চালু করা হয়েছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) ব্যবস্থা। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে যশোর কোতোয়ালি থানায় এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে কার্যক্রমের সূচনা করেন এসপি রওনক জাহান। এরপর তিনি এক নারীর অনলাইন জিডি গ্রহণের মাধ্যমে নতুন সেবার যাত্রা শুরু করেন। এ সময় তিনি বলেন, “আগে থানায় জিডি করতে এসে সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়তেন কিংবা বিভিন্ন হয়রানির শিকার হতেন। এখন সেই যুগের অবসান ঘটেছে। ঘরে বসেই ৩২টি বিষয়ের ওপর অনলাইনে জিডি করার সুযোগ থাকছে। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই কমবে। পুলিশের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।”
তিনি আরও জানান, যারা অনলাইনে নিজেরা জিডি করতে পারবেন না, তাদের জন্য থানায় ‘সহায়তা বুথ’ চালু থাকবে। সেখানে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় জিডি করা যাবে।
একই সময়ে খুলনা ও বরিশাল রেঞ্জের সব থানাতেও অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত, তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুলসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।